ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, অক্টোবর ৬, ২০২০
জাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার অধ্যাপক রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রবিউল ইসলাম উচ্চ শিক্ষার জন্য বিদেশে গেছেন। এজন্য ১৩ সেপ্টেম্বর থেকে ৮৯ দিনের শিক্ষাছুটিতে আছেন তিনি।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ৮(২) ধারা অনুযায়ী এ সময়ের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হলো।

অধ্যাপক রাশেদা আখতার বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।