ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যক্ষ্মায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, সেপ্টেম্বর ১২, ২০২০
যক্ষ্মায় জাবি শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): যক্ষ্মায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের জান্নাতুল কানন বৃষ্টি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানান শিক্ষার্থীর ভাই মারুফ সিদ্দিকী।

মারুফ সিদ্দিকী বলেন, বৃষ্টি দীর্ঘদিন ধরে যক্ষ্মার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের কথা বলেন। এর কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। আজ সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে বৃষ্টিকে ঈশ্বরদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ডাক্তার তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়ার কথা বলেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জান্নাতুল কানন বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।