ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৩.১৩ শতাংশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৩.১৩ শতাংশ

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৩ শতাংশ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ্ আলমগীর ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করার সময় এ তথ্য জানান।



ফলাফলে এই বোর্ডে প্রথম স্থানে রয়েছে- বরিশাল ক্যাডেট কলেজ। এ বছর বরিশাল বোর্ডে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ৯শ ৫ জন।

এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৭ হাজার ২শ ১৩ জন। ছাত্রদের পাসের হার ৯৩.২৫ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৯.৮০ শতাংশ। এবার বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ ৮৬ জন। এর মধ্যে ৯শ ৩৬ জন ছাত্র ও আর ৯শ ৫০ জন ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।