ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩২, ৩০ জুন ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে আন্দোলন অব্যাহত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, ডিসেম্বর ৬, ২০১৯
শাবিপ্রবিতে আন্দোলন অব্যাহত

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৬ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের এক কিলোর সড়ক অবরোধ করে রাখেন।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন এক কিলোর সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এরপর থেকে এ সড়কে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।

জানা যায়, সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে।

১৬ দফা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।