ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটিতে কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, নভেম্বর ১০, ২০১৯
ফেনী ইউনিভার্সিটিতে কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক কর্মশালা

ফেনী: ফেনী ইউনিভার্সিটিতে কোয়ালিটি কোন্ট্রোল ম্যানেজমেন্টের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী উইনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুদ্দিন শাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমেদ প্রমুখ।

দিনব্যাপী এই কর্মশালার দ্বিতীয় পর্বে কোয়ালিটি কোন্ট্রোল ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের সিনিয়র কোয়ালিটি কোন্ট্রোল ম্যানেজার প্রিয়তোশ মুহুরী।

কর্মশালায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।