ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, অক্টোবর ১৭, ২০১৯
শাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা শাবিপ্রবির প্রধান ফটক। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি জানান।

অধ্যাপক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২০১৯-২০ সেশন থেকে শাহপরাণ হলের এ ব্লকে ১০১ নম্বর রুম বরাদ্দ দেওয়া হয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয়ের হলে আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোনো আবাসনের ব্যবস্থা ছিল না। আমরা তাদের পড়াশোনার সুবিধার কথা বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছি। ’

‘আমরা যদি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করি তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে আরও বেশি আগ্রহী হবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসিক সুবিধা পায় এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।