ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বুয়েট ভর্তি পরীক্ষার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ শর্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, অক্টোবর ১২, ২০১৯
বুয়েট ভর্তি পরীক্ষার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ শর্ত

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলতি বছরের ভর্তি পরীক্ষা আয়োজনের আগে পাঁচটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে শনিবার (১২ অক্টোবর) থেকে সড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১১ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ১৫ ব্যাচের শিক্ষার্থী সায়েম পাঁচটি শর্ত তুলে ধরেন।

শর্তগুলো হলো- হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে এ মর্মে নোটিশ দেওয়া, সাংগঠনিক রাজনীতির নিষিদ্ধের জন্য অবৈধ ছাত্রদের সিট বাতিল করা, সাংগঠনিক অফিস সিলগালা করা, ফাহাদের মামলার খরচ দেওয়ার নোটিশ দেওয়া ও ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে সব হলের সিসিটিভির ফুটেজে সার্বক্ষণিক মনিটরিং করা।

 

এ সময় সায়েম বলেন, ভিসি স্যারের অনুরোধের প্রেক্ষিতে আমরা দশ দফার দাবির মধ্যে বুয়েট প্রশাসন বাস্তবায়ন করতে পারবে এমন পাঁচটি দাবি ঠিক করেছি। এগুলো শুধু মেনে নেওয়া নয়, যখন দেখব বাস্তবায়ন হয়েছে তখন মনে করব ভর্তি পরীক্ষার পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই না নতুন যারা আসবেন তারা হত্যাকারীদের সঙ্গে হলে অবস্থান করুক।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।