ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

কুয়েটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, আগস্ট ২০, ২০১৯
কুয়েটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ওইকোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (www.kuet.ac.bd) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।