ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি উপাচার্যের আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, জুলাই ১৭, ২০১৯
ঢাবি উপাচার্যের আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা আন্দোলনরত ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর সাত কলেজের অধ্যক্ষ ঢাবি উপাচার্যের পক্ষ থেকে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছেন তা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সমাধান করা হবে।

এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই সাত কলেজ চলবে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- ঢাবির সব নোটিশ স্পষ্টভাবে দেওয়া ও কলেজে পৌঁছানো, খাতার মূল্যায়ন সাত কলেজের শিক্ষকদের করা, পয়েন্ট নীতি বাতিল করে ইম্প্রুভ সিস্টেম চালু করা, খাতার পুনর্মূল্যায়ন ও ইনকোর্স রেজাল্ট প্রকাশ করে দেখানো।

এরআগে মঙ্গলবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে ক্যাম্পাস এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।