ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

অধ্যাপক ফারুককে হয়রানি না করতে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জুলাই ১৪, ২০১৯
অধ্যাপক ফারুককে হয়রানি না করতে ঢাবিতে মানববন্ধন অধ্যাপক ফারুকের জন্য ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: পাস্তুরিত দুধ অ্যান্টিবায়োটিকের উপস্থিতি গবেষণার ফল প্রকাশের জন্য অধ্যাপক আ ব ম ফারুককে হয়রানি না করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ খাদ্য চাই, ফারুক স্যারের পাশে দাঁড়াই’ শিরোনামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও অংশ নেন।



এতে ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার বলেন, আজ আমাদের স্যারের পাশে দাঁড়ানোর জন্য এভাবে রাজুতে নয় বরং একত্রিত হয়ে তাকে সম্মাননা দেওয়ার কথা ছিল।  

মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বড়ুয়া বলেন, ‘যারা সত্য প্রকাশে নির্ভীক, যারা জাতির কল্যাণের কথা ভাবেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে আছি। আর যারা সত্যকে মিথ্যা দিয়ে লুকিয়ে রাখতে চায়, তাদের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ