ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জীবনানন্দকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, জুলাই ১২, ২০১৯
জীবনানন্দকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বর্তমান তত্ত্ববিশ্ব ও জীবনানন্দ দাশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক, কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক ড. আজফার হোসেন।

এছাড়া অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. ফকরুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ এর পরিচালক ড. রেজাউল ইসলাম (শামীম রেজা) উপস্থিত ছিলেন।

সম্মেলনে জীবনানন্দ দাশের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কে আহমেদ আলম, কাজী আশরাফ উদ্দীন, মো. ইমরান হোসেন, মো. মারুফ হাসান, রাবিতা রহমান, মো. সাবের-ই-মুনতাহা, তানজিলা রহমান, আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. পঙ্কজ কুমার সরকার, ড. ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম এবং সঞ্জয় কুমার সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।