ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

৭ দফা দাবিতে অনশনে জবি শিক্ষার্থীরা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ৭, ২০১৯
৭ দফা দাবিতে অনশনে জবি শিক্ষার্থীরা

জবি: জকসু নির্বাচন, বাসের ডাবল শিফট চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, এর আগে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় ভিসি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।

এখন সাত দফা দাবি মেনে নেওয়ার মুখের আশ্বাস আমরা বিশ্বাস করি না। সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেওয়ার প্রস্তাবকে ভিসি নাকচ করেছেন। এতে আমাদের দাবি আদায়ে প্রশাসন তালবাহানার আশ্রয় নিয়েছেন। দাবি মেনে নেওয়ার সময়সীমা লিখিতভাবে না দেওয়া পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা অনশন করবো।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাতদিনের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমিয়ে মান উন্নয়ন, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, চার মাসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ, জবি থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ ও আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ