ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

একুশে হলের ভিপি মেহেদী, জিএস হাবীব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, মার্চ ১২, ২০১৯
একুশে হলের ভিপি মেহেদী, জিএস হাবীব মেহেদী হাসান সুমন ও আহসান হাবীব

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান সুমন।

সোমবার (১১ মার্চ) রাতে হল প্রাঙ্গণে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মেহেদী ৫৭৮ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ  ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তবে দুটি হলে চলে বিকেল ৫টা পর্যন্ত।  

ডাকসু ও হল সংসদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

এদিকে সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দুপুরের দিকে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

*** ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি
***মুহসীন হল সংসদে ভিপি শিশির, জিএস মেহেদী

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
পিএম/এএএম/এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।