ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

হল সংসদের প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রচারণা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
হল সংসদের প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রচারণা শুরু প্রকাশিত তালিকার নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রার্থীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, হল সংসদের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ডাকসুর তালিকা বিকেল ৫টার দিকে প্রকাশ করা হবে। প্রার্থী বেশি হওয়ায় বাছাই করতে সময় লাগছে বলে তিনি জানান।

সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকার মধ্যে কিছু পদে শুধুমাত্র একজন প্রার্থী হয়েছেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

অপরদিকে নির্বাচনী প্রচারণা কাজ চালিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল, বাম জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান হল সংসদের প্যানেলের সবাইকে হলে অবস্থান করে প্রচারণার সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।