ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

শিক্ষা

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ডিসেম্বর ৩, ২০১৮
হাবিপ্রবির ভর্তি পরীক্ষা স্থগিত

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১০ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০১৯ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।


 
পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সফিকুল আলম।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।