ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ বিকেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, নভেম্বর ১৯, ২০১৮
ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ বিকেলে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় প্রকাশিত হবে।

সোমবার (১৯ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এই পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের  http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ১৬ নভেম্বর  ঢাবি ‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা হয়।  মোট ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুন‍ঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে ডিনস কমিটির সভায় উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।