ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঢাবির সমাবর্তনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, সেপ্টেম্বর ৩, ২০১৮
ঢাবির সমাবর্তনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি সমবর্তনের ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে অংশগ্রহণযোগ্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের আবেদন অনলাইনে সম্পন্ন করে ফি জমা দেওয়ার সময়সীমা মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকিং সময় পর্যন্ত (বিকাল ৪টা) বর্ধিত করা হয়েছে।

সমাবর্তন বিষয়ে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত জানতে http://convocation.du.ac.bd ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।