ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

নতুন ওয়েবসাইটে ববি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, আগস্ট ২৯, ২০১৮
নতুন ওয়েবসাইটে ববি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অফিসিয়াল ডোমেন উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় নতুন ডোমেনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।  

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ওয়েবসাইট হিসেবে নতুন এই ডোমেন bu.ac.bd ঠিকানাটি ব্যবহৃত হবে।

 

এর পাশাপাশি পূর্ববর্তী ওয়েবসাইট সমূহ barisaluniv.ac.bd ও barisaluniv.edu.bd যথারিতি চালু থাকবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সিএসই বিভাগের চেয়ারম্যান নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ইব্রাহীম মোল্লা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. সুব্রত কুমার দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।