ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

পুনর্নিরীক্ষণে বরিশালে ১৮ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, আগস্ট ১৮, ২০১৮
পুনর্নিরীক্ষণে বরিশালে ১৮ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

বরিশাল: এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য তিন হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ১৪ হাজার ৬৬২টি আবেদন করেন।

এরমধ্যে পুনর্নিরীক্ষণে ১৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

পরিবর্তিত ফলাফলের মধ্যে দু'জন ফেল থেকে পাস করেছেন ও দু'জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং বাকিদের গ্রেড উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।