ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

যশোর বোর্ডে শীর্ষে খুলনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, জুলাই ১৯, ২০১৮
যশোর বোর্ডে শীর্ষে খুলনা ফল পাওয়ার পর শিক্ষার্থীদের উল্লাস। ছবি: বাংলানিউজ

খুলনা: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলা সবার শীর্ষে রয়েছে। পাসের হার ৬৮ দশমিক ৪৫ ভাগ। গত বছর ছিল ৭৮ দশমিক ৬৬ ভাগ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার খুলনা জেলার ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৩ হাজার ৯৮০ জন পাস করেছে।

খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ৮১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৮ ভাগ।

গত বছরও এ কলেজটি জেলার মধ্যে প্রথম হয়। গত বছর ৯০৪ জন পরীক্ষার্থী ছিল। পাসের হার ৯৬ দশমিক ৩৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩০০ জন।

এবার খুলনার পর যশোরে পাসের হার ৬৩ দশমিক ৯৫ ভাগ, কুষ্টিয়ায় ৬১ দশমিক ৪২ ভাগ, সাতক্ষীরায় ৫৯ দশমিক ৯৬ ভাগ, বাগেরহাটে ৫৯ দশমিক ৬৭ ভাগ, ঝিনাইদহে ৫৭ দশমিক ৯৭ ভাগ, চুয়াডাঙ্গায় ৫২ দশমিক ৯০ ভাগ, মেহেরপুরে ৫২ দশমিক ৬৯ ভাগ, নড়াইলে ৫২ দশমিক ৫৬ ভাগ ও মাগুরায় পাসের হার ৪৯ দশমিক ৪০ ভাগ নিয়ে যথাক্রমে ফলাফলের তালিকায় স্থান করে নিয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ ১০টি জেলা।

খুলনা জেলা যশোর বোর্ডের মধ্যে সেরা হওয়ায় এখানকার কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।