ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কুবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগ বিতর্ক প্রতিযোগিতা

কুবি: ‘যুক্তি আমার তরুণ প্রাণে, অরুণ আলোর দীপ্তি’ স্লোগান নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি দল নৃবিজ্ঞান বিভাগ।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের শেষ হয়।

এরআগে ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের অংশগ্রহণে এবারের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

এ প্রতিযোগিতার ফাইনালে অংশ গ্রহণ করে সরকারি দল হিসেবে নৃবিজ্ঞান বিভাগ এবং বিরোধী দল হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।