ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

এলএলবি শেষ বর্ষে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এলএলবি শেষ বর্ষে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত চলবে।

আরো জানানো হয়, তৃতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের নতুন করে কোনো মেধা তালিকা দেওয়া হবে না, মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে।  

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।