ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বন্যার্তদের পাশে জাবি শিক্ষকরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, সেপ্টেম্বর ১৩, ২০১৭
বন্যার্তদের পাশে জাবি শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব শিক্ষকের এক দিনের বেতন কেটে সংগৃহীত অর্থ বন্যাকবলিত মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্তু নেওয়া হয়।

 

একই সঙ্গে সভায় রোহিঙ্গা জাতি নিধনে মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানিয়ে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।