ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, নভেম্বর ২৩, ২০১৬
শেকৃবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধের দিনসহ নির্ধারিত যেকোনো সয়য়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।