ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দীন আহমদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ডিসেম্বর ৭, ২০১৫
মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দীন আহমদ ড. হারুন-অর-রশিদ

ঢাকা: বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দীন আহমদ, এমনই মত দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. হারুন-অর-রশিদ।

জাতীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় প্রতিষ্ঠিত শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজে সোমবার (০৭ ডিসেম্বর) নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হারুন-অর-রশিদ এ কথা বলেন।



ভিসি বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদের মতো একজন সুশৃঙ্খল সংগঠক, ধীমান রাজনীতিক, আপোসহীন নেতৃত্ব ও বিশ্বস্ত রাজনৈতিক সহচর একান্ত প্রয়োজন ছিল। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদান করেছেন। তবে সেই তাজউদ্দীন আহমদকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বন্দি থাকা অবস্থায় কী নিষ্ঠুর ভাবেই ঘাতক-খুনি চক্রের হাতে প্রাণ দিতে হলো।

‘বাংলাদেশ সৃষ্টির সঙ্গে যে নাম মিশে একাকার হয়ে আছে, সে শহীদ তাজউদ্দীন আহমদ’র মৃত্যু নেই। বাঙালির ইতিহাসে সে নাম চিরঅম্লান হয়ে থাকবে’ বলেও মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, শুধু বাবা হিসেবেই নন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও শহীদ তাজউদ্দীন বিরল গুণের অধিকারী ছিলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।