ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

‘শিক্ষার মান উন্নয়ন করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, ডিসেম্বর ৫, ২০১৫
‘শিক্ষার মান উন্নয়ন করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু শিক্ষা প্রতিষ্ঠান করলেই হবে না, শিক্ষার মান উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বক্তব্যে মন্ত্রী ওই এলাকার নানা উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামীতেও এলাকার প্রতিটি রাস্তাঘাট ও স্কুল-কলেজের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাদের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শরবেশ আলী, শেখ মো. আক্কাছ আলী, কাউন্সিলর খলিলুর রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিল মো. আজহারুল ইসলাম মোল্লা, মো. আব্বাছ উদ্দিন খোকন, আওয়ামী লীগ নেতা শেখ মো. আক্কাছ আলী, তোফাজ্জল হোসেন, শাহদত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান মোহন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।