ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

এসএসসি পরীক্ষা যথাসময়েই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, জানুয়ারি ৩১, ২০১৫
এসএসসি পরীক্ষা যথাসময়েই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের বলেছেন, আপনারা প্রস্তুত থাকুন। অবরোধকারীরা যতোই বাধা দিক কোনো কাজ হবে না।

যেকোনো মূল্যে এসএসসি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

শনিবার(৩১ জানুয়ারি) দুপুরে শহরের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আহাদ, অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, সহকারী প্রধান শিক্ষক ইভানা সুলতানা, আবু বকর সিদ্দিক, শামীম তালুকদার প্রমুখ।  

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।