ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি

ছাত্র-ছাত্রীদের ভালবাসায় সিক্ত প্রতিষ্ঠাতা কাজী ফারুকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জানুয়ারি ১৮, ২০১৫
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় সিক্ত প্রতিষ্ঠাতা কাজী ফারুকী

ঢাকা: গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হলো ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী। এতে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন গণ্য-মাণ্য ব্যক্তিত্ব, কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক আর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।



অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন এ কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক কাজী ফারুকী।

পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণপ্রিয় এই শিক্ষকের উপস্থিতিতে সবাই ভীষণ আনন্দিত ছিলেন।

সন্ধ্যায় কাজী ফারুকীকে বিশেষ সম্মানের সাথে মঞ্চে আনা হলে পুরো অনুষ্ঠানস্থলে তৈরি হয় এক আবেগঘণ পরিবেশ।

সকলের সম্মান ও ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে পড়েন এই শিক্ষক। তার পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
 
পরিবারের সবাই অনুষ্ঠানে উপস্থিত সকলের ও কাজী ফারুকীর শুভাকাঙ্ক্ষীদের কাছে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময় ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।