ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবিতে অপেক্ষমাণদের ভর্তি ২৮ ডিসেম্বর

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, ডিসেম্বর ২৬, ২০১৪
পবিপ্রবিতে অপেক্ষমাণদের ভর্তি ২৮ ডিসেম্বর

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্সে অপেক্ষমাণদের ভর্তি ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

ভর্তি কমিটি সূত্র জানায়, ২৮ তারিখ (রোববার) সকাল ৯টায় ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এরপর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার পরও যদি আসন খালি থাকে সেক্ষেত্রে  ওই দিন বিকেল ৫টার পর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পবিপ্রবির ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির পর বিভিন্ন অনুষদে মোট ১৬৬টি আসন খালি রয়েছে যা অপেক্ষমাণ তালিকা থেকে পূর্ণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।