ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগে তালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ফেব্রুয়ারি ১০, ২০১৪
শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগে তালা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশের দাবিতে বিভাগের সব কক্ষে ও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।



এসময় সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সম্মান চূড়ান্ত পরীক্ষা ২০১৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হলেও এখনো তার ফলাফল প্রকাশ হয়নি।

ফলাফল প্রকাশ না হওয়ার কারণে বিভাগের শিক্ষকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে দায়ী করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শাম্মি, নিপা, কেয়া বাংলানিউজকে বলেন, যথাসময়ে ফলাফল প্রকাশ না হওয়ায় তারা বিসিএসসহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।