ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেটে পরীক্ষার্থী ৬৮ হাজার ২৪৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, ফেব্রুয়ারি ৯, ২০১৪
সিলেটে পরীক্ষার্থী ৬৮ হাজার ২৪৯

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৬৮ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

 

রোববার সকাল ১০ টায় সিলেট বিভাগের ৪ জেলায় মোট কেন্দ্র ১১৫ টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৯ জন  পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বোর্ডের নিজস্ব ৪টি টিমসহ ৮৪টি ভিজিল্যান্স টিম কাজ করছে বলে জানিয়েছে সিলেট শিক্ষাবোর্ড।  

 

শিক্ষা বোর্ড সূত্রে জানায়, ৩০ হাজার ২১৫ জন ছাত্র ও ৩৮ হাজার ৩৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এসকল পরীক্ষার্থীর মধ্যে রয়েছে- বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৬৬২ জন, মানবিক বিভাগে ৪৮ হাজার ৩৭৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ২১৪ জন।  

পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৫১৫ জন, মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ৫৩৪ জন ও হবিগজ্ঞ জেলায় ১২ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী রয়েছেন। বোর্ডের মোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত হল- ৬০ হাজার ৬৯ জন ও অনিয়মিত ৮ হাজার ১৬৩ জন।  

 

বাংলাদেশ সময়: ১৩১২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।