ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ফেব্রুয়ারি ৪, ২০১৪
শাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনারমধ্যদিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।  

 

পূজা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে ভিড় করেন বিদ্যার্থীরা।

পরে একে একে দেবীর তরে অঞ্জলি প্রদান, যজ্ঞের ফোঁটা কপালে দেওয়া, আমের মুকুল কিংবা কুল খেয়ে উপোস ভাঙার প্রথাগুলো পালনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থী, গোলচত্বরের পাশে চাকরিজীবী, একাডেমিক ভবনে ‘এ’ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ক্যাফটেরিয়ার সামনে ইংরেজি বিভাগ, লাইব্রেরির সামনে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, একাডেমিক ভবন ‘বি’ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ, ভবন ‘সি’ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ‘ই’-তে ব্যবসায় প্রশাসন বিভাগ বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করে।  

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সনাতন বিদ্যার্থী সংসদের ব্যানারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

 

পরবর্তীতে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 

‍বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।