ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ফেব্রুয়ারি ২, ২০১৪
জাবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফ উদ্দিনের কাছ থেকে নর্বনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।



এ সময় নব-নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক কৌশিক সাহা, নির্বাহী সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক মো. খালিদ কুদ্দুস, সহযোগী অধ্যাপক কবিরুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদের ১৫ পদের সবকটি পদেই আন্দোলনকারী শিক্ষকদের ‘সাধারণ শিক্ষক ফোরাম’ প্যানেল জয় লাভ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।