ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ফরিদপুরে ৫শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ফেব্রুয়ারি ১, ২০১৪
ফরিদপুরে ৫শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ’ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি)।

শনিবার দুপুর ২টায় সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সতেরো রশি প্রাথমিক বিদ্যালয়ে সিপিএইচডির প্রতিষ্ঠাতা সায়েম আমীর ফয়সাল, ডেপুটি সিইও ফারাহ মিনহাজ ফয়সাল শিক্ষার্থীদের হাতে এ সব ড্রেস তুলে দেন।



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, স্কুল শিক্ষক আজম খান, সমাজসেবক আমিনুল হক চুন্নু প্রমুখ।

আত্মমানবতার সেবা ও দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের কাজে জড়িত সিপিএইচডি এবার শীতে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে দশ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ, কৃষি ও নবায়নযোগ্য (সৌর) শক্তির ব্যবহারে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।