ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবির শিক্ষকদের পদত্যাগপত্র গৃহীত হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জানুয়ারি ২৯, ২০১৪
খুবির শিক্ষকদের পদত্যাগপত্র গৃহীত হয়নি

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩০ শিক্ষকের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পদত্যাগপত্র গৃহীত হয়নি জানিয়ে পদত্যাগী শিক্ষকদের স্ব স্ব পদে কাজ করার অনুরোধ জানিয়ে প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে।



এর পরিপ্রেক্ষিতে বুধবার সব শিক্ষকরা ক্লাস করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান।  

এর আগে ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষক পদত্যাগপত্র জমা দেন। চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল ঘোষণা এবং স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আফরোজা পারভীনকে একাডেমিক কাউন্সিলের সভায় অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষকরা এ পদত্যাগপত্র জমা দেন।

এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, শিক্ষকরা তাদের পূর্বের পদে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।