ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

মঙ্গলবার খুলছে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জানুয়ারি ৬, ২০১৪
মঙ্গলবার খুলছে ইবি

ইবি (কুষ্টিয়া): ১৩ দিনের শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস চালু হলেও মঙ্গলবার সকাল ১০টার দিকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

পরদিন বুধবার হতে ক্লাস-পরীক্ষা চালু হবে বলে জানা গেছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে জানান, পূর্ব নির্ধারিত ছুটি শেষে মঙ্গলবার আবাসিক হলগুলো খোলা হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন, শীতকালীন ছুটি ও আখিরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪    
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।