ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবি শিক্ষার্থী মুরাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, ডিসেম্বর ৩১, ২০১৩
জাবি শিক্ষার্থী মুরাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মুরাদুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী পালন করছেন তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে মুরাদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার সহপাঠীরা।

এছাড়া সন্ধ্যায় মুরাদ চত্বরে মোমবাতি প্রজ্বলন করে বিভাগের শিক্ষার্থীরা।

২০১২ সালের ৩১ ডিসেম্বর শহীদ সালাম-বরকত হলের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান মুরাদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি।

মুরাদের বন্ধু নাদিম বলেন, ‘চাকরির ব্যস্ততার মাঝেও মুরাদের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমরা ক্যাম্পাসে এসেছি। মুরাদ আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি এখনও আমাদের তাড়িয়ে বেড়ায়। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।