ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ইভটিজিংয়ের দায়ে ঢাবির তিন ছাত্রকে বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, ডিসেম্বর ২৫, ২০১৩
ইভটিজিংয়ের দায়ে ঢাবির তিন ছাত্রকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের তিন ছাত্রীকে স্বজনসহ লাঞ্ছিত ও মারধরের অভিযোগে ঢাবির ১ম বর্ষের তিন ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন- র্সূযসেন হলের সাহাব (উন্নয়ন অধ্যয়ন বিভাগ),কাজল আহমেদ আবির (দর্শন) ও মহসীন হলের তমক হোসেন (দর্শন)।

এদের প্রত্যেকেই ১ম বর্ষের শিক্ষার্থী ।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী  বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, তিন ছাত্রীকে পেটানোর ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় চারুকলা অনুষদের তিন ছাত্রী জহুরুল হক হলের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। ছাত্রীরা এর প্রতিবাদ করলে তারা স্বজনসহ তাদের মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। এদের মধ্যে দুইজনের পায়ে ও চোখে মারাত্মক জখম হয়।

অভিযুক্তরা ছাত্রলীগের হল পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ