ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শনিবার থেকে রাবিতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ডিসেম্বর ২৪, ২০১৩
শনিবার থেকে রাবিতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীতকালীন ছুটি আগামী ২৮ ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।



মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের কর্মকর্তা প্রফেসর ড. ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় দিনপঞ্জিকার রুটিন অনুযায়ী ক্যাম্পাস ছুটির সময় ২৮ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আগেই নির্ধারিত ছিল। ওই সময় অনুয়ায়ী ক্যাম্পাস ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো বন্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হল বন্ধ রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। পরবর্তী সময়ে এটি জনানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ