রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলতি বছরে এইচএসসিতে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এ তথ্য জানিয়েছেন।
মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৫১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৪৯৫ জন। উত্তীর্ণ হন ২ হাজার ৪৩৪ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ, মানবিকে ৯৮ দশমিক ৭৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৮ দশমিক ১৪ শতাংশ।
এমআইএইচ/আরবি