ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

নটরডেমে ঈর্ষণীয় ফলাফল, পাসের হার ৯৯.৬০ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, অক্টোবর ১৬, ২০২৫
নটরডেমে ঈর্ষণীয় ফলাফল, পাসের হার ৯৯.৬০ শতাংশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটরডেম কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই কলেজে পাসের হার ৯৯.৬০ শতাংশ।

আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক কমেছে।  

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।   

নটরডেম কলেজে খোঁজ নিয়ে জানা যায়, এবছর প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২২৬ জন।

নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও সাংবাদিকদের জানান, অন্যান্য বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। আমাদের অল্প সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। সারাদেশে পাসের হার যে কম সেটার প্রভাব খুব সামান্য।  

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।