ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে বিএনপি-জামায়াতের অবস্থান, উত্তেজনার শঙ্কা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, অক্টোবর ১৬, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে বিএনপি-জামায়াতের অবস্থান, উত্তেজনার শঙ্কা

সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  বেলা দেড়টা পর্যন্ত দুই দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দলের মধ্যে কোনো উত্তেজনা দেখা যায়নি। তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্পটে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা মেইনগেটের উল্টো পাশে অবস্থান করছে যুবদলের নেতাকর্মীরা, তার একশ মিটার দূরে কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা, তার একশ মিটার দূরে বিশ্ববিদ্যালয় মেইনগেটের কাছাকাছি বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। তালাইমারি, বিনোদপুর, অক্টোয়ের মোড় এলাকায় বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের দেখা গেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া, বিশ্ববিদ্যালয় স্টেশন, কড়ইতলা রেল ওভারপাস এলাকায় দুই দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন।  

বেলা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকায় বিএনপি, জামায়াত নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতি বাড়ছে।

সকাল ৯টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভোট চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বিএনপি, জামায়াত সমর্থক নেতাকর্মীদের শান্তিপূর্ণ ভাবে অবস্থান করে দেখা গেছে। তবে ফলাফলের সময় ঘনিয়ে আসলে উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের কাজলাগেটের কাছে অবস্থান করা রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবি বাংলানিউজকে বলেন, আমরা বিভিন্ন মিডিয়া দেখলাম জামায়াত, শিবির সমর্থকরা অবস্থান করছে। সেজন্য আমাদের অবস্থান। ৩৫ বছর পর রাকসু নির্বাআন হচ্ছে আমরা চাই সুষ্ঠু ভোট। কোনো দুর্নীতি, কারচুপি চাই না। আমরা ডাকসু, জাকসুর মতো নির্বাচন চাই না।

তিনি বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি। আমরা চাই যেই দলই জিতুন নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ হয়।

এক প্রশ্নের জবাবে রবিউল ইসলাম রবি বলেন, রাজশাহী শান্তিপূর্ণ নগরী। এখানে একে অপরের সঙ্গে ভাতৃত্ববোধ আছে। কোনো ঝামেলা হবে না।

কাজলা পানির পাম্প এলাকায় অবস্থান করা জামায়াত সমর্থক আল আমিন বলেন, আমরা বহু বছর নির্বাচন দেখিনি। আমরা রাকসু নির্বাচন দেখতে এসেছি। যেহেতু আমাদের ভেতরে ঢুকার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও বুকে লেখা নেই কে বিএনপি, কে জামায়াত। রাজশাহী শান্তিপূর্ণ শহর। কোনো ঝামেলার সম্ভাবনা নেই।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বহিরাগতদের ব্যাপারটা আমাদের ইউনিভার্সিটির এখতিয়ারের বাইরে। ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে, না হচ্ছে ওইখানে আমাদের কোনো জুডিসডিকশন নেই। এ কাজটার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, তারা যেন একটু নজরদারি রাখেন। যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়। আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সঙ্গে সেই চেষ্টা করছে।


এমইউএম/এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।