ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচনে প্যানেলের বাইরে নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, আগস্ট ২৩, ২০২৫
ডাকসু নির্বাচনে প্যানেলের বাইরে নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামী সোমবার (২৫ আগস্ট) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, সংগঠনটির মনোনীত প্যানেলের বাইরে সব নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের করতে হবে। এ নির্দেশ অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৩ আগস্ট) রাতে শাখা ছাত্রদল থেকে এক নির্দেশনায় এ তথ্য জানিয়ে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখার অনেক নেতাকর্মী ডাকসু ও হল সংসদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীরা বাদে তাদের সবাইকে যথানিয়মে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নির্দেশনায় বলা হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।