ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির শিক্ষককে মারধরের অভিযোগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, মে ১৯, ২০২৫
শাবিপ্রবির শিক্ষককে মারধরের অভিযোগ

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম দুর্বৃত্তের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে রোববার (১৮ মে) রাতে, সিলেটের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে।

ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম জানান, ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে এবং ধাক্কা লাগে। পরে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে এসে তাকে মারধর করে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও অবরোধে অংশ নেন তাঁরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিয়ে আসা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।