ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

জবি’র ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, অক্টোবর ৯, ২০১২
জবি’র  ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ১২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিতব্য ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে বিশটি কেন্দ্রে বিকাল ৩:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ইউনিটে ৮১০টি আসনের বিপরীতে ৪২,২৩৫ জন ভর্তি পরীক্ষার্থীর আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলানিউজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোল নম্বর ১১০০০০১ থেকে ১১০৭৫০০ পর্যন্ত  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (সদরঘাট সংলগ্ন), ১১০৭৫০১ থেকে ১১০৮৮০০ পর্যন্ত পোগোজ স্কুলে (জবি ক্যাম্পাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন, ঢাকা), ১১০৮৮০১ থেকে ১১১০৮০০ পর্যন্ত সরকারি কবি নজরুল কলেজে (লক্ষীবাজার, ঢাকা), ১১১০৮০১ থেকে ১১১২৮২০ পর্যন্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা), ১১১২৮২১ থেকে ১১১৩৮২০ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে (বাহাদুরশাহ পার্ক, ঢাকা), ১১১৩৮২১ থেকে ১১১৫৩২০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা), ১১১৫৩২১ থেকে ১১১৬৭২০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডারিয়া, ঢাকা), ১১১৬৭২১ থেকে ১১১৮৭২০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন কলেজে (চানখাঁরপুল, ঢাকা), ১১১৮৭২১ থেকে ১১১৯৯৭০ পর্যন্ত  ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস, ঢাকা), ১১১৯৯৭১ থেকে ১১২১৩৭০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা), ১১২১৩৭১ থেকে ১১২৭৩৭০ পর্যন্ত ইডেন মহিলা কলেজে (আজিমপুর, ঢাকা), ১১২৭৩৭১ থেকে ১১২৮৮৭০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর, ঢাকা), ১১২৮৮৭১ থেকে ১১৩০৩৭০ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা), ১১৩০৩৭১ থেকে ১১৩২৩৭০ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা), ১১৩২৩৭১ থেকে ১১৩৩৩৭০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা), ১১৩৩৩৭১ থেকে ১১৩৫০৭০ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ঢাকা), ১১৩৫০৭১ থেকে ১১৩৮০৭০ পর্যন্ত ঢাকা কলেজে (নিউমার্কেট, ঢাকা), ১১৩৮০৭১ থেকে ১১৩৯২৭০ পর্যন্ত আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজে (আজিমপুর, ঢাকা), ১১৩৯২৭১ থেকে ১১৪০৪৭০ পর্যন্ত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে (আজিমপুর, ঢাকা) এবং ১১৪০৪৭১ থেকে ১১৪২২৯৬ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (ঢাকা) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে এইচএসসি/সমমান-এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি সত্যায়িত ফটোকাপি সাথে আনতে হবে। বিশ্ববিদ্যালয় দু’টি ফটোকপির (রেজিস্ট্রেশন কার্ডের) একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে।

পরীক্ষার হলে মোবাইল আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও www.jnu.ac.bd ঠিকানায় পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ১০.৩০ ঘন্টা, ০৯ অক্টোবর, ২০১২
এমএমএস/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।