ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা: এ-৭ ইউনিটের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ৮, ২০১২
রাবির ভর্তি পরীক্ষা: এ-৭ ইউনিটের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে  কলা অনুষদের এ-৭ ইউনিটের (নাট্যকলা ও সঙ্গীত বিভাগের) ৩০ নম্বরের লিখিত (এম.সি.কিউ) পরীক্ষার ফল রোববার রাতে প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd  থেকে ফলাফল জানা যাবে।



কলা অনুষদের ডিন এবং এ-৭ ইউনিটের চিফ কো-অডিনেটর প্রফেসর ড. মো. আবদুল হাই তালুকদার স্বাক্ষরিত ফলাফল সিটে উল্লেখ করা হয়, লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৩০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ অক্টোবর। লিখিত (এমসিকিউ) ও ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও  এইচএসসি পরীক্ষার স্কোর যোগ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (রোলের ক্রমানুসারে) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোম্বর ০৮ , ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।