ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে সংবিধান সংশোধন: মেনন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, সেপ্টেম্বর ২০, ২০১২

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শিক্ষাকে সাংবিধানিক ও মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।

বৃহস্পতিবার শিক্ষা দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী আয়োজিত ‘উচ্চশিক্ষায় সাধারণের প্রবেশাধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।



শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে ছাত্র সমাজকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান মেনন।

তিনি বলেন, শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্র সমাজকে আন্দোলন করতে হবে। এখন আন্দোলন হয়, কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে হয় না। আন্দোলন হয় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, না হয় নেতা-নেত্রীদের তোষামোদ করতে।

তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৪০ বছর পর আমরা একটি শিক্ষানীতি পেয়েছি। কিন্তু বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। যারা এ নীতি প্রনয়ন করেছেন, তারাও জানেন না এটি বাস্তবায়িত হবে কিনা। ’’

‘‘আমাদের সংসদীয় স্থায়ী কমিটিও জানে না শিক্ষানীতি নিয়ে কি হচ্ছে!’’

তিনি বলেন, মন্ত্রী হলে নেতারা জনসাধারনের কথা ভুলে যান। কেবল নির্বাহী ক্ষমতাটাই দেখেন।

সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সাদেকা হালিম, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা দীপ্ত বসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এমএইচ/এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও  অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।