ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

যশোর বোর্ডে সেরা- ঝিনাইদহ ক্যাডেট কলেজ

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জুলাই ১৮, ২০১২
যশোর বোর্ডে সেরা- ঝিনাইদহ ক্যাডেট কলেজ

ঝিনাইদহ: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে শীর্ষ স্থান দখল করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছেন।

জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী মিয়া বাংলানিউজকে জানান, এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন ক্যাটেড এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৪৬ জন জিপিএ-৫ ও একজন জিপিএ-৪ পেয়েছেন।

বিজ্ঞান ব্যতিত এ কলেজ থেকে অন্য বিভাগ থেকে কোনো পরীক্ষার্থী অংশ নেয়নি।
উল্লেখ্য, গত বছরও ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পাস করে যশোর বোর্ডের শীর্ষস্থান দখল করেছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।