ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাকা বোর্ডের সেরা ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জুলাই ১৮, ২০১২
ঢাকা বোর্ডের সেরা ২০

ঢাকা: এবারো এইচএসসিতে সেরা রাজউক উত্তরা মডেল কলেজ। শুধু ঢাকা বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যেই প্রথম স্থান নয়, সারা দেশের বিচারেই এ স্থান রাজউকের।



রাজউক উত্তরা মডেল কলেজের এক হাজার ১৬৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১০৬ জন।

ঢাকা বোর্ডে দ্বিতীয় অবস্থানে আছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং তৃতীয় অবস্থানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।

এছাড়া সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে- ভিকারুননিসা নূন কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা সিটি কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, এসওএস হারমান মেইনার কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ঢাকা কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ারা গার্লস কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ পাবলিক কলেজ, ঢাকা কমার্স কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমএন/এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।