ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিক্ষা

পদ্মা সেতুর অর্থ সংগ্রহে রাবি ছাত্রলীগ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, জুলাই ১২, ২০১২

রাবি: পদ্মা সেতু নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় ৭ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।



কর্মসূচির উদ্বোধনের সময় উপউপাচার্য অধ্যাপক এম নুরুল্লাহ, প্রক্টর অধ্যাপক চৌধুরী মুহম্মদ জাকারিয়া, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১২,  ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।